কমরেড পু-এর আত্মহত্যা - একটি পোস্টমডার্ন কবিতা
উৎসর্গ : মারুফুল আলম কমরেড পু, ম-১ এর খুড়তুতো বোন, গলায় দড়ি বেঁধে, ঝুলে পড়ল । পুলিশের ডাক্তার ট-১ জানিয়েছিল, যুবতীটি মারা গেছেন রাত ১টা ৪০শে, তাহলে পু ওর আত্মহত্যার কবিতায়, তারিখের তলায় কেন সময় লিখেছে রাত ৩টে ৩০ ? কবিতাটা থানা থেকে পাওয়া যায়নি, ইন্সপেক্টর জ-৩ বললেন, সনেটে লেখা আত্মহত্যার চিরকুট ফেরত দেয়া নিষেধ । এফ আই আর-এ লেখা ছিল, "চাঁদ ওঠে নাই, বাতাস বহিয়াছিল, শৃগালিনী পুংশৃগালকে ডাকিতেছিল, ইহা শরৎকাল, ৩০০ বছরের পুরানো ইঁট, বরগার চিড়ের কারণে চড়াইপাখির ডিম পড়িয়া ফাটিয়া গিয়াছে, পুংচড়াই নালিশ করিতেছিল, নথিবদ্ধ করা হইয়াছে ।" কমরেড পু, যে ম-১ এর কাকা ন-২ এর মেয়ে, কেন আত্মহত্যা করল তা কবিতায় ল...